শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


এক দেশের ৯০টি সরকারের পরিবর্তন দেখেছেন যে নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এক দেশের ৯০টি সরকার দেখা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষটি ইন্তেকাল করেছেন। চলে গেছেন না ফেরার দেশে।

পৃথিবীর সবচেয়ে বয়স্ক এ নারীর নাম ইমা মোরানো। মৃত্যুর সময় ওই নারীর বয়স হয়েছিল ১১৭ বছর। স্থানীয় সময় শনিবার বিকেলে ইতালির নিজ বাড়িতে ইমা মারা যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর ইতালির পিডমন্ট অঞ্চলে জন্মগ্রহণ করেন ইমা। ঊনবিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করা মানুষের মধ্যে একমাত্র তিনিই জীবিত ছিলেন।

মৃত্যুর আগে নিজের দীর্ঘায়ু নিয়ে কথা বলেছিলেন ইমা। তিনি জানান, বংশগত কারণেই এত দিন বেঁচে আছেন তিনি। তাঁর পরিবারের অনেকেই দীর্ঘজীবী। তাঁর মা ৯১ বছর বেঁচেছিলেন। অনেক বোনই শতবর্ষী ছিলেন। এ ছাড়া প্রতিদিন তিনটি করে ডিম খেতেন বলেও জানিয়েছিলেন তিনি।

আট ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন ইমা। ভাইবোনদের মধ্যে একমাত্র তিনিই বেঁচেছিলেন।

তিন শতাব্দী প্রত্যক্ষকারী ইমা দেখেছেন অনেক কিছুই। পার করেছেন বিষাদময় বিবাহিত জীবন। হারিয়েছেন একমাত্র ছেলেকে। দেখেছেন দুটি বিশ্বযুদ্ধ ও ইতালিতে ৯০টি সরকারের পরিবর্তন।

১০১ দেশের ৬শ মানুষকে নাস্তা করিয়ে দুবাইয়ের বিশ্ব রেকর্ড!

৪ কারণে রাতে তরমুজ খাওয়া নিষেধ

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ