শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


জামেয়াতুল উলূমিল ইসলামিয়ার ১১ তম শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তাযকিয়া : আজ ১৫ এপ্রিল, শনিবার জামেয়াতুল উলূমিল ইসলামিয়া, ঢাকার মুহাম্মদপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে ১১ তম শিক্ষা সমাপনী অনুষ্ঠান ও দুআর মাহফিল অনুষ্ঠিত হয়।

জামেয়ার সম্মানিত মুহতামিম মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এবং মাওলানা তাহমিদুল মাওলার সঞ্চালনায় এতে নসিহত পেশ করেন মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়্যার মুদির মুফতি আবুল হাসান আবদুল্লাহ, মারকাজের আমিনুত তালিম মুফতি মুহাম্মদ আবদুল মালেক, জামেয়াতুল আবরার এর পরিচালক মুফতি মাওলানা মনসুরুল হক।

জামেয়ার শায়খুল হাদিস মাওলানা আবদুল মতিন, শায়খুল হাদিস মাওলানা আ ব ম সাইফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আবদুল গাফফার, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা হিযবুল্লাহ, জামেয়া রহমানিয়ার শায়খুল হাদিস মাওলানা মামুনূল হকসহ অনেক ওলামায়ে কেরাম এতে উপস্থিত ছিলেন।

এছাড়াও বহু ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার অনেক শুভাকাংখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একটি ব্যতিক্রমী আয়োজন ছিলো মহিলা অতিথিদের জন্য বসার ও বয়ান শুনার পৃথক বিশেষ ব্যবস্থা।

মুফতি আবদুল মালেক বলেন, ‘ওলামায়ে কেরামকে যোগ্যতার মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহন করতে হবে। ওলামায়ে কেরাম উত্তম আখলাকের ধারক হলে জনগন তাদের আদর্শে উজ্জীবিত হবে।’

মহিলা অতিথিদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘মায়ের কোল সন্তানের প্রথম শিক্ষায়তন। আগের যুগে মাদরাসা কম থামলেও প্রত্যেক মায়ের কোল ছিলো উন্নত আদর্শের মাদরাসা।’

-এআরকে

করুনা নয়; আলেমরা স্বীকৃতি পাচ্ছেন তাদের জ্ঞান ও দক্ষতায়

স্বীকৃতি বাস্তবায়ন কমিটিতে পদ চাইলে রাজনীতি ছাড়তে হবে: আল্লামা আনোয়ার শাহ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ