সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বর্ষ বরণে পানির বোতল ও নামাজের সময় বাজনায় নিষেধাজ্ঞা : সিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষবরণে বন্দরনগরী চট্রগ্রামে পানির বোতল বহন ও নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনায় নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন কমিশনার ইকবাল বাহার। ইকবাল বাহার বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং নগরীর তিন ভেন্যুতে বিভিন্ন অনুষ্ঠানে পানির বোতল, ব্যাগ বা প্যাকেট বহন করা যাবে না। এসব স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিটি করপোরেশনও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।’

তিনি বলেন, ‘শুক্রবারেই যেহেতু পহেলা বৈশাখ উদযাপিত হবে সেহেতু জুমআর নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় দেহ তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং মাঝপথ থেকেও কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। কোনোভাবেই মুখোশ পড়া যাবে না, সঙ্গে থাকলে তা হাতে বহন করা যাবে।’

সিএমপি কমিশনার বলেন, ‘বদ্ধ স্থানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।’

এছাড়া বিগত বছরগুলোর মতো প্রধান প্রধান ভেন্যুতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। একই সঙ্গে একহাজার ২০০ পুলিশ নিরাপত্তার বিষয়াদি দেখভাল করবে বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ