বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মূর্তি সরানোর জন্য যা দরকার করবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টিম আওয়ার ইসলাম: মঙ্গলবার সন্ধ্যায় গণভবনের কওমি মাদরাসা স্বীকৃতির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি কোত্থেকে আসলো? এটাতো গ্রিক দেবির মূর্তি না একে আবার শাড়ি পরানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা ধৈর্য ধরেন, আমরা এটা সরানোর ব্যবস্থা করবো। এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনায় বসতো। আমি তাকে একটি বার্তা দিয়েছি।

বেফাকের যুগ্ম মহাসচিব মুফতি মাহফুজুল হকের সঞ্চালনায় বৈঠকে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ৩০০ জন আলেম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির ভাস্কর্য স্থাপন করা হয়। সুপ্রিম কোর্টে মূলভবনের সামনে ফোয়ারার মধ্যে এটি স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করেন ভাস্কর মৃণাল হক।

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়া হলো: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর