মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


ইসরাইলে থেকে অস্ত্র কিনবে ভারত : ২শ’কোটি ডলারে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলের সঙ্গে ২শ’কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতেরআওয়ার ইসলাম: ইসরাইলের সঙ্গে ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তি করেছে ভারত। চুক্তির আওতায় ভারত ইসরাইল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনবে ।
ভারতের নিরাপত্তা খাতে এত বড় অস্ত্রচুক্তি এর আগে হয়নি।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, লাঞ্চার এবং কমিউনিকেশন টেকনোলজি ভারতকে সরবরাহ করবে তারা। ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে আনা হচ্ছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে এই চুক্তির বেশির ভাগ অংশ এ দেশেই তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ। খবর আনন্দবাজার পত্রিকার।
এসএস


সম্পর্কিত খবর