শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মঙ্গল শোভাযাত্রা বাতিল করতে হবে: আল্লামা কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kssemiউবায়দুল্লাহ সাআদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কালেমা বলেছেন, বাংলাদেশ ৯২% মুসলমানের দেশ, এদেশের মানুষের দৃষ্টি, সভ্যতা, তাহজিব-তামাদ্দুনের প্রতিটি পরতে-পরতে ইসলাম জড়িত রয়েছে৷ ইসলামের বাইরে এদেশের জনগণের দৃষ্টি-সভ্যতা গড়ে উঠতে পারে না ৷ মুসলমানের ২য় বৃহৎতম রাষ্ট্র বাংলাদেশকে আদর্শচ্যুত করতে পূর্ব থেকেই একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে৷

দেশের গুরুত্বপূর্ণ স্থানে মূর্তিস্থাপন, বিভিন্ন দিবসে অপসংস্কৃতির আমদানি, বেহায়াপনা-বেলাল্লাপনার দিকে যুব সমাজকে ধাবিত করার অপকৌশল তারা তারা প্রকাশ্যভাবে চালিয়ে যাচ্ছে৷ পহেলা বৈশাখকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রার ঘোষণা দিয়ে তারা এদেশের তরুণ সমাজকে শিরকের দিকে লেলিয়ে দিচ্ছে৷ কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ তাআলা মঙ্গল কামনা করতে হলে একমাত্র আল্লাহর কাছেই করতে হবে৷ কোন মাস, সময় বা প্রকৃতির কাছে মঙ্গল কামনা করা যায়না৷ একজন মুমীন কখনো এই মঙ্গল শোভাযাত্রা মেনে নিতে পারেনা৷ সরকারকে অবিলম্বে এ মঙ্গল শোভাযাত্রা বাতিল করতে হবে৷ অন্যথায় দেশের জনগণের মনের ক্ষোভকে প্রশমিত করা যাবে না ৷

আজ ৭ এপ্রিল বিকাল তিনটায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা প্রজ্ঞাপন জারির প্রতিবাদে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী এসব কথা বলেন৷

ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদে সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সর সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন ৷ ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এম এম শাহাদত হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের যহ-সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমাদ, সোহাইল আহমাদ, আহমাদুল হক উমামা, হুজাইফা ওমর, আহমাদ ফুজায়েল, নিজাম উদ্দিন আদনান, আশরাফ হোসাইন ফুআদী, রাফি আহমেদ, আহমাদ আল হাবিব প্রমুখ।

ইসলামী যুব আ‌ন্দোল‌নের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা

ইসলামের নামে জঙ্গিবাদে জড়িতদের কঠোর হাতে দমন করতে হবে: আল্লামা কাসেমী


সম্পর্কিত খবর