রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


অজুর সময় কৃত্রিম হাত-পা ধোয়ার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Oju

আওয়ার ইসলাম : দুর্ঘটনায় যাদের অঙ্গহানি ঘটেছে এবং যারা কৃত্রিম অঙ্গ সংযোজন করেছেন অজুর সময় তারা কী করবেন? তা কি খুলে ফেলবেন নাকি কৃত্রিম অঙ্গটাই ধোবেন?

উত্তর হলো, কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ যদি শরীরের সঙ্গে এমনভাবে সংযোজন করা হয়ে থাকে যে, অপারেশন ছাড়া তা পৃথক করা সম্ভব নয় তাহলে অজু গোসলের সময় তা ধৌত করতে হবে। আর যদি কোন ধরনের অপারেশন ছাড়া সহজেই তা শরীর থেকে পৃথক করা সম্ভব হয় তাহলে অজু গোসলের সময় তা খুলে পৃথক করে মূল অঙ্গ ধৌত করতে হবে।

উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ