শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দিনাজপুরে পীর হত্যায় ‘মূল ঘাতক’ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

greftarদিনাজপুরের কথিত পীর ফরহাদ হোসেন হত্যার হত্যার মূলঘাতক মুরিদ শফিকুল ইসলাম বাবুকে (৪২) কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শফিকুল ইসলাম বাবু দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়া আজিম উদ্দিন শাহর ছেলে।

রংপুর র‌্যাব-১৩ এর এএসপি আবদুল মান্নান জানান, ঘটনার পর থেকে শফিকুল ইসলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদে সোমবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ইন্সপেক্টর আবদুস সোবহান জানান, পীর ফরহাদ হোসেন হত্যার মূলঘাতক শফিকুল ইসলাম বাবু। তাকে রংপুর র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ সোমবার বোচাগঞ্জের দৌলা এলাকায় পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার পালিত কন্যা গৃহপরিচারিকা রূপলী বেগমকে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এর দুদিন পর ফরহাদের মেয়ে ফাতিয়া ফারহানার করা মামলা কুড়িগ্রামের উলিপুরের কথিত পীর ইসহাক ও দরবার শরীফের খাদেম সায়েদুল ইসলাম এবং মুরিদ সমর আলীকে গ্রেফতার করা হয়।

আরআফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ