আওয়ার ইসলাম : গোসল করার সময় শরীরে কাপড় রাখার বিষয়টি নিয়ে অনেককে দ্বিধায় ভুগতে দেখা যায়। আসলে শরীরে কতোটুকু কাপড় রাখতে হয় গোসল করার সময়? গামছা বা অন্য কোনো ছোট কাপড় পড়ে গোসল করলে গোসল হয় কী?
একাকী গোসলখানায় গোসল করলে, অন্য কেউ না দেখলে শুধু জাঙ্গিয়া পরে গোসল করা যাবে। অন্য মানুষের সামনে গোসল করলে শুধু জাঙ্গিয়া পরে গোসল করা যাবে না। যদিও তাতে গোসল হয়ে যাবে। কারণ, পুরুষের নাভী থেকে হাঁটু পর্যন্ত সতর। অপারগতা ছাড়া অন্যের সামনে সতর খোলা কবিরা গুনাহ।
উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।