বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সৌদির কাছে দ্বীপ বিক্রির করবে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dip_saudiমালদ্বীপ তার দেশের একটি দ্বীপ সৌদির কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। তবে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে হুমকির মুখের পড়বে ভারতের নিরাপত্তা। দ্বীপটি সৌদি আরবের কাছে দেওয়া হলে ওয়াহাবি আন্দোলনের বিস্তৃতি ঘটবে বলে আশঙ্কা করছে দেশটি।

ওই প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট ও প্রগ্রেসিভ পার্টির নেতা আবদুল্লাহ ইয়ামিনের সরকার একটি অ্যাটল দ্বীপ বিক্রির জন্য ছেড়ে দেওয়ার চিন্তা করছে।

অ্যাটল বিশেষ ধরনের দ্বীপ, যার অভ্যন্তরে হৃদ থাকে। আর চারিদিকে থাকে স্থলভাগ।

মালদ্বীপে ২৬টি অ্যাটল দ্বীপ আছে। তার মধ্যে ফাফু নামে দ্বীপটি সৌদি আরবের কাছে বিক্রি করার পরিকল্পনা আছে ইয়ামিন সরকারের।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ শিগগির মালদ্বীপ সফরে আসছেন। এমডিপির নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম জানান, এ ব্যাপারে দেশের মানুষের মতের তোয়াক্কাই করবে না সরকার।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ