বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

মুফতি মুতীউর রাহমানের পদকপ্রাপ্তিতে লেখকদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti Motiur rahmanআতাউর রহমান খসরু 

মাকবাতুল আযহার। এ দেশের প্রকাশনা জগতে একটি ব্যতিক্রম নাম। ভিন্ন উদ্যোগ। ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও যে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের কিছু করণীয় থাকে বাংলাদেশে তা সম্ভবত প্রথম উপলব্ধি করে মাকতাবাতুল আযহার।

লেখক সম্মাননা ও পদক প্রদান মাকতাবাতুল আযহারের একটি ব্যতিক্রম আয়োজন। যা ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে লেখক, পাঠক ও সাধারণ মহলে।

মাকতাবাতুল আযহার ২০১৫ সাল থেকে লেখকদের সম্মাননা দিচ্ছেন এবং এ বছর যুক্ত হয়েছে ১ লাখ টাকা অর্থ মূল্যের ‘মাওলানা মুহা. সাঈদ রহ. পদক’। নতুন সংযুক্ত পদকটিকে সমাজের জন্য একটি উত্তম দৃষ্টান্ত ও মাইল ফলক হিসেবে দেখছেন সাধারণ লেখক, পাঠক ও আলেম সমাজ।

এ বছর মাওলানা মুহা. সাঈদ রহ. পদকের জন্য মনোনীত হয়েছেন বিশিষ্ট আলেম ও লেখক, শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন চৌধুরিপাড়া মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি মুতীউর রাহমান। নিভৃতচারী এ আলেম লেখককে মনোনীত করায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার সমসাময়িক লেখকবৃন্দ ও ছাত্ররা।

মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহর কাছে ‘মাওলানা মুহাম্মদ সাঈদ রহ. পদক’ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবা মাওলানা মুহাম্মদ সাঈদ রহ. গত বছর ইন্তেকাল করেন। আমি তার নামে এক লক্ষ টাকা অর্থমূল্যের পদক জারি করেছি। উদ্দেশ্য মরহুম পিতার পরকালীন মুক্তি ও কল্যাণ এবং সমাজে যারা ইতিবাচক অবদান রাখছেন তাদেরকে সম্মানিত করা। প্রতিবছর এক বা একাধিক লোককে এক লক্ষ টাকা অর্থমূল্যের সম্মাননা দিবো। আল্লাহ চাইতো এটা বাড়তেও পারে। শুধু লেখালেখি নয় ইসলামের যেকোনো অবদানের জন্য আমরা এ পদকটি প্রদান করবো।’

স্বস্তি প্রকাশ করেছেন মুফতি মুতীউর রাহমানের সমসাময়িক ও বন্ধুবর লেখকগণও। আলোকিত ভাবনার ফোয়ারা মাওলানা শরীফ মুহাম্মদ। সমসাময়িক এ লেখকের সঙ্গে মুফতি মুতীউর রাহমানের রয়েছে একটি মাধুযপূর্ণ সম্পর্ক। মাওলানা মুহা. সাঈদ রহ. পদক প্রবর্তন এবং মুফতি মুতীউর রাহমানের পদকপ্রাপ্তি সম্পর্কে তিনি বলেন, ‘আমি এটাকে একটি ভালো উদ্যোগ মনে করি, ভালো দৃষ্টান্তও মনে করি। দেয়ার পদ্ধতিটাও আমার পছন্দ হয়েছে। মুফতি মুতীউর রাহমান একজন যোগ্য ব্যক্তি। সমসাময়িক বিষয়ের উপর গবেষণাধর্মী লেখা তৈরি করা, উৎসাহের সঙ্গে লেখা বিষয়গুলো আমাকে মুগ্ধ করতো। আল্লাহ তাকে দ্রুত সুস্থ্ করেন। আমিন।’

‘এভাবে যদি অন্যান্য প্রকাশনী ও দীনী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যক্তিবর্গকে তাদের সেবা ও অবদানের জন্য সম্মানিত করে তবে সমাজে ইতিবাচক ধারা সৃষ্টি হবে। আমার মনে হয়, এমন ধারা সৃষ্টি হবে। শুধু প্রকাশনী নয়, সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কোনো আলেম, কোনো লেখক, কোনো শিক্ষককে সম্মানিত করতে পারেন। এর প্রতিদানও তারা দুনিয়া আখেরাতে পাবেন আমার বিশ্বাস।’

উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুফতি মুতীউর রাহমান দা.বা. ছাত্ররা। প্রিয় শিক্ষকের পদকপ্রাপ্তিতে আনন্দিত তারা। দারুল উলুম জামিয়া আহলিয়া রামপুরার মুহাদ্দিস ও মুফতি মুতীউর রাহমানের ছাত্র মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘আমি মনে করি, এটা একটি যুগান্তকরী সিদ্ধান্ত। একটি মাইলফলক। সমাজের জন্য উত্তম দৃষ্টান্ত। এ উদার সিদ্ধান্ত আরও অন্যান্যদেরকে উদ্বুদ্ধ করবে। অনুপ্রাণিত করবে। প্রথমেই আমাদের প্রিয় শিক্ষক মুফতী মুতীউর রাহমান দা. বা. কে নির্বাচিত করায় আমরা গর্বিতবোধ করছি। আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘শুধু আমাদের শিক্ষক নয়; এমন যতো নিভৃতচারী লেখক ও দীনের সেবক আছেন যাদেরকে মানুষ ঠিক চেনে না, যতোটা তাদের চেনা দরকার ছিলো তাদেরকে যদি সম্মানিত করা হয়, তাহলে মানুষ তাদের প্রতিভা সম্পর্কে জানতে পারবে। উপকৃত হওয়ার সুযোগ হবে।’

শুভ উদ্যোগের জন্য মাকতাবাতুল আযহারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মুফতি মুতীউর রহমান সাহেব এক শ্রেণির পাঠকের কাছে পরিচিত। আমার মনে হয় এ উদ্যোগের হলে আমাদের প্রিয় শিক্ষক ও তার প্রতিভার ব্যাপারে সাধারণ পাঠক তাকে জানার সুযোগ পাবে। আমি এ শুভ উদ্যোগ গ্রহণ করায় মাকতাবাতুল আযহার কর্তৃপক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ