শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ছোটবেলায় বানিয়ে বানিয়ে গল্প বলতাম, সেখান থেকেই লেখালেখিতে আসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zaif_masrurযাইফ মাসরুর। একদমই ক্ষুদে লেখক। পড়াশোনা করছেন সবেমাত্র  নবম শ্রেণিতে। লেখালেখির হাতেখড়ি আরো ছোটবেলা থেকেই। শুরুটা বিভিন্ন ম্যাগাজিনে লিখে। এবারই তার প্রথম বই বের হলো। নাম ‘কুকুর কাহিনি’। প্রকাশ করেছে সালাউদ্দিন বইঘর। পাওয়া যাচ্ছে  ৫৯৩-৫৯৪ স্টলে। নিজের প্রথম বই  ও বইমেলা নিয়ে মাসরুরের সাথে কথা বলেছেন আওয়ার ইসলাম-এর প্রতিনিধি বশির ইবনে জাফর

আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম।

কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,  ভাল।

আপনার কুকুর কাহিনি নিয়ে কিছু বলুন, কেমন সাড়া পাচ্ছেন?
বইটা অনেক দেরিতে এসেছে। তবু পাঠকের ভেতর দারুন সাড়া লক্ষ করেছি। বেশ ভালো উপভোগ্য বিষয়গুলো।

Image may contain: sky and textমেলার কোন জিনিসটি আপনার ভালো লাগছে?
এবারের নিরাপত্তা ব্যাবস্থা আসলেই প্রশংসার দাবী রাখে।

লেখালেখিতে কীভাবে এলেন?
ছোট থেকেই প্রচুর বই পড়ি। একসময় দেখা যেত আমি বানিয়ে বানিয়ে গল্প বলতে পারি মানুষের কাছে! নিজের অজান্তেই এমনটা হত। বলতাম, অমুক বইয়ে পড়েছি, তমুক বইয়ে। কিন্তু বাস্তবে এই গল্পের অস্তিত্বইই নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম, এসব আমার সৃষ্ট গল্প! সেখান থেকেই আস্তে আস্তে লেখালেখিতে আসা। না লিখলে মাথা কেমন যেন করত। কোনও কাজে মন বসত না।

লেখালেখিতে আপনার আদর্শ কে?
আদর্শ বলতে আলাদা করে কেউ নেউ। আমি ভাল লেখার ভক্ত।

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
লেখালেখি চালিয়ে যাওয়া।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ