শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


৩ মার্চ বৃহত্তর ময়মনসিংহ দাওয়াতুল হকের ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4587আওয়ার ইসলাম : ৩ মার্চ ২০১৭ রোজ শুক্রবার। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ অঞ্চলের বৃহত্তর তরবিয়তী ইজতেমা ২০১৭।

জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া-এর ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত তরবিয়তী ইজতেমায় সভাপতিত্ব করবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। তিনি মাদরাসা সংলগ্ন মদিনা মসজিদেও জুমার নামাজের ইমামতিও করবেন।

মোমেনশাহী অঞ্চলের উলামা, তোলাবা ও ধর্মপ্রাণ মুসলমানের বৃহত্তর এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান।

দিনব্যাপী তরবিয়তী ইজতেমাকে দুভাগে ভাগ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথম ভাগে অনুষ্ঠিত হবে তরবিয়তী ইজতেমা। যাতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবেন আল্লামা মাহমুদুল হাসানসহ দেশবরেণ্য পীর মাশায়েখগণ।

বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত দ্বিতীয় ভাগে রয়েছে দস্তারবন্দি ও ওয়াজ মাহফিলের আয়োজন।

তরবিয়তী ইজতেমা ২০১৭ তে আমন্ত্রিত হয়েছেন দেশ-বিদেশের শীর্ষ উলামায়ে কেরাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন- আল্লামা আনোয়ার শাহ, আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মুফতি মানসুরুল হক, আল্লামা এমদাদুল হক, প্রফেসর হামিদুর রহমান, আল্লামা আব্দুল হক, আল্লামা নূর হোসাইন ওলিপুরী, অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী, আল্লামা ইউনুস আহমদ, আল্লামা আব্দুল হাই রহমানী, আল্লামা মীযানুর রহমান সাঈদ, আল্লামা এমদাদুল্লাহ, মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, আল্লামা আব্দুল আজিজ, আল্লামা নিয়ামাতুল্লাহ ফরিদী, আল্লামা ইসমাইল, ড. শামসুল হক সিদ্দিক।

সৌদি আরব থেকে অংশগ্রহণ করবেন আওলাদে রাসুল আল্লামা শায়খ নাসির বিল্লাহ মক্কী।

তরবিয়তী ইজতেমা উপলক্ষ্যে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লি এবং উলামায়ে কেরামের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। মোমেনশাহির ফুলবাড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা আখতার হোসাইন বলেন, আল্লামা মাহমুদুল হাসান আমাদের অঞ্চলের গৌরব। তিনিসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উপস্থিতি সম্মেলনকে পবিত্র উৎসবে পরিণত করবে।

আয়োজকগণের সাথে কথা বলে জানা যায়, তারাও আশা করছেন, অত্র অঞ্চলের বৃহৎ এ ইসলামি সম্মেলনটি ময়মনসিংহ অঞ্চলের উলামায়ে কেরামের সাধারণ মিলনমেলায় পরিণত হবে।

-এআরকে


সম্পর্কিত খবর