
আওয়ার ইসলাম : ব্লগার আহমেদ রাজিব হায়দার হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আল আজাদ ওরফে রানাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট।
সোমবার দুপুরে উত্তরার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আশরাফ নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রূপনগর এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদালতে আনসারুল্লাহ বাংলা টিমের নেতা রানার মৃত্যুদণ্ড ঘোষিত হয়। ঘটনার পর থেকে রানা পলাতক ছিলেন।
-এআরকে