
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের বলেন, '১৯৬০ সালের ‘দ্য সিভিল এভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এই খসড়া তৈরি হয়েছে। বিভিন্ন অপরাধে সাজাও বাড়ানো হয়েছে এ খসড়ায়।'
গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
বিমান পরিচালনায় বাধা দিয়ে মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা জরিমানার বিধান রেখে 'বেসামরিক বিমান চলাচল আইন' ২০১৭ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
খসড়া আইনে, সুরক্ষা ও নিরাপত্তার কারণ ছাড়া কোনো ব্যক্তি বিমান নিয়ে অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করলে সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা জরিমানা গুণতে হবে বলে বলা হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়া আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
-এআরকে