বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সিইসি ও ইসির নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্ডে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_2017আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রিট আবেদন করা হয়েছে।

রোববার অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

বিচারপতি কাজী রেজাউল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে সোমবার এ রিট আবেদন শুনানির কথা রয়েছে।

এর আগে গত সোমবার সার্চ কমিটির দেয়া তালিকা থেকে রাষ্ট্রপতি নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব কেএম নুরুল হুদাকে নিয়োগ দেন। সেই রাতেই জারি করা হয় তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়।

নবগঠিত এ ইসির অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ