
রবিবার বিকেলে শের ই বাংলা নগর থানার এসআই আলিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাছিনা বেগম (৬৫) নামে এক নারী একটি ডিও লেটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করেন যা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।
[caption id="attachment_26803" align="alignnone" width="726"] সৌজন্যে দৈনিক ইত্তেফাক[/caption]
তারা থানায় খবর দিলেেএকটি মোবাইল টিম গিয়ে হাছিনা বেগমকে আটক করে নিয়ে আসেন। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি।
তিনি আরো জানান, হাসিনা বেগমের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
-এআরকে