শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বইমেলা থেকে আটক মাদরাসা ছাত্র ও লেখকরা মুক্তি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409আওয়ার ইসলাম : প্রায় ৪৮ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো বইমেলা থেকে মাদরাসা ছাত্রদের। এ দু’দিন ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদেরকে বই মেলা থেকে আটক করা হয়েছিলো।

যাইফ মাশরুর নামের এক মাদরাসা পড়ৃয়া লেখকের বই প্রকাশ উপলক্ষ্যে তার বন্ধু ও পরিচত মহলের ওই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বই মেলায় যায়। সেখান থেকে পুলিশ যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আব্দুর রহমান, আব্দুল্লাহ জুলকার নাইন, ইফতেখার জামিল, মাহমুদ ও আশরাফ মাহদীসহ মোট ১১ জনকে আটক করে।

তাদেরকে প্রথমে শাহাবাগ থানায় এবং পরবর্তীতে পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটে স্থানান্তর করা হয়।
পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ আনে, ‘তারা বই মেলায় জটলা পাকিয়ে আলাপ করছিলো’। সেখানে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এর মধ্যে আটক ছাত্রদের আত্মীয়-স্বজন পুলিশের সাথে যোগাযোগ করে।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে বোঝানো হয়- ‘আটককৃতরা নির্দোষ’। দু’দিন পরে আজ বেলা ২টার পর থেকে পর্যায়ক্রমে তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। এদের মধ্যে নয়জন লালবাগসহ রাজধানীর বিভিন্ন মাদরাসার ছাত্র। বাকী দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে।

আটক ছাত্রদের পর্যায়ক্রমে ছেড়ে দেয়া হয়েছে।

-এআরকে

 


সম্পর্কিত খবর