শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


সিলেটে মাটিচাপায় ৩ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet_mati_nihotoসিলেটে পাথর তোলার সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিছানাকান্দি পাথর কোয়ারির বাদেপাশায় তিনজন মাটিচাপা পড়েন।

পুলিশ তাদের নাম-পরিচয় জানাতে পারেনি। গত ২৩ জানুয়ারিও সিলেটে একইভাবে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার মালিকানাধীন গর্ত থেকে রাতের আঁধারে অবৈধভাবে পাথর তুলছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ সময় মাটি ধসে পড়লে তিন শ্রমিক মারা যান বলে খবর আসে।

“পাথরখেকোরা প্রাণহানির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্রমিকদের লাশ রাতের আঁধারেই সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, “আমরা লাশ উদ্ধারে কাজ শুরু করেছি।”

এর আগে গত ২৩ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় একইভাবে গর্ত করে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। তাদের তিনজনের লাশ প্রভাবশালীরা সরিয়ে ফেলে। পরে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ