বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


ব্যর্থতার হতাশা থেকে বেপরোয়া দলে পরিণত হয়েছে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderসড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ‘ব্যর্থতার হতাশা থেকে’ বিএনপি ‘বেপরোয়া’ দলে পরিণত হয়েছে।

তিনি বলেছেন, “বেপরোয়া চালকের মতো আজকে বিএনপি এখন বেপরোয়া দল হয়ে পড়েছে। বেপরোয়া চালক যেমন দুর্ঘটনার কারণ, তেমনি, আমি জানি না, বিএনপি আবার কখন রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে।”

নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে নিয়ে বিএনপি নেতাদের বক্তব‌্যের প্রতিক্রিয়ায় শুক্রবার কাকরাইলে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের এ মন্তব‌্য আসে।

বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নতুন সিইসির বক্তব‌্য ‘আওয়ামী লীগের মুখপাত্রের মত’।

এর জবাবে কাদের বলেন, “বিএনপি নেতারা কখন যে কী বলে তারা নিজেরা ছাড়া কেউ জানে না। আপনারাই (সাংবাদিক) বলুন, সিইসি কী আওয়ামী লীগের মুখপাত্র?”

ঢাকা দক্ষিণ যুবলীগের উদ্যোগে ‘যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের’ উদ্বোধন উপলক্ষে এ  অনুষ্ঠানে এসেছিলেন ওবায়দুল কাদের। বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মীদের বর্তমান অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বই পড়ার পরামর্শ দেন তিনি।

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ