বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ভারত সফরে শীর্ষে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moetriআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারত সফরে তালিকার শীর্ষে এখন বাংলাদেশ। গত বছর পূর্বের তুলনায় ২১ শতাংশ বেশী বাংলাদেশী নাগরিক ভারত ভ্রমণ করেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের বিবৃতিতে এমনটি জানা গেছে।

পর্যটন মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২০১৬ সালে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৭০ হাজার, যা আগের বছরের চেয়ে ২১ শতাংশ বেশী।

ভারত সফরের তালিকায় এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৬ সালে তাদেরকে ছাপিয়ে গেছে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র বা ব্রিটেন থেকেও ভারতে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে। তবে তা বাংলাদেশের চেয়ে কম। মার্কিন পর্যটক বেড়েছে ৮.২ শতাংশ আর ব্রিটেনের ১০.৪ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ৪ লাখ ৮০ হাজার বাংলাদেশী ভারতে যান। আর ২০১৬ সালে ভারতে যান ওই সংখ্যার প্রায় তিনগুণ।

গত বছর প্রায় ৮০ লাখ ৯০ হাজার বিদেশী পর্যটক ভারত সফর করেন। এদের মধ্যে ১৫.৪৭ শতাংশই বাংলাদেশী। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে যাওয়া পর্যটকের হার যথাক্রমে ১৪.৭৪ ও ৯.৫১ শতাংশ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ