শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সিরিয়ার জেলে ১৩ হাজার সরকারবিরোধীকে ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

handcuffsআওয়ার ইসলাম: মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, সিরিয়ার একটি কারাগারে গোপনে প্রায় ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আর নিহতদের অধিকাংশই সিরিয়া সরকারের বিরোধী সমর্থক।

অ্যামনেস্টি তাদের নতুন এই প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ার কুখ্যাত সেডনায়া কারাগারে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রতি সপ্তাহে গণহারে বন্দিদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

মানবাধিকার সংগঠনটি সেই সঙ্গে আরও জানিয়েছে, মৃত্যুদণ্ডের আদেশগুলো কার্যকর করার জন্য সিরিয়া সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পর্যন্ত দেওয়া হয়েছিল।

তবে এ প্রসঙ্গে সিরিয়া সরকারের দাবি, অন্যায্যভাবে ফাঁসি তো দূরের কথা, বন্দীদের ওপরে কোনও রকম নির্যাতন করা হয়নি। এদিকে অ্যামনেস্টির দাবি, তারা তাদের প্রতিবেদন বানানোর জন্য ৮৪ জনের সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারদাতাদের মধ্যে কারারক্ষী, বন্দী ও কারাকর্মকর্তারাও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে অ্যামনেস্টির হিসাব বলছে, সেডনায়া কারাগারে পাঁচ বছরে ৫ থেকে ১৩ হাজার বন্দীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ‌‌

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ