
তিনি বলেন, এই দেশে ইসলামের খেদমত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় এসে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফিকুল আলম, নুরুল উলুম মাদ্রসার গভর্নিং বোর্ডের সভাপতি ওবায়দুল মোস্তফা নঈমী, নুরুল উলুম ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা এম নাছির উদ্দিন প্রমুখ।
-এআরকে