বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে হামলা; আতঙ্কে বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

louvre_museumপ্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে হামলার ঘটনায় সাময়িকভাবে সেটি বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে একব্যক্তি চাপাতি নিয়ে প্রবেশের চেষ্টা করে মিউজিয়ামটিতে। তাকে থামাতে গুলি করে এক সেনা সদস্য। সন্দেহভাজন ব্যক্তির হামলায় ওই সেনাও আহত হয়েছেন।

প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত ল্যুভর মিউজিয়াম এবং পার্শ্ববর্তী শপিং সেন্টার এলাকায় বড় ধরনের অভিযান শুরু করতে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এএফপির প্রতিবেদনে বলা হয়, হামলাকারী পিঠে  দুটি ব্যাগ বহন করলেও তাতে কোনো বিস্ফোরক ছিল না বলে জানিয়েছেন প্যারিসের পুলিশ প্রধান মিশেল কাদত।

ফ্রান্সের প্রধানমন্ত্রী বার্নার্ড কাজেনিউভে এ হামলাকে 'সন্ত্রাসবাদী প্রকৃতির' বলে বর্ণনা করেন।

পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, একজন সন্দেহভাজন ব্যক্তি চাপাতি নিয়ে মিউজিয়ামে প্রবেশের চেষ্টা করছিল।

হামলাকারী মিউজিয়ামের বাইরের 'কারোসেল ডু ল্যুভর' নামে আন্ডারগ্রাউন্ড শপিং এলাকায় প্রবেশের চেষ্টা করেন।

এ সময় মিউজিয়ামের নিরাপত্তায় নিয়োজিত একজন সেনাকে ওই ব্যক্তিকে পাঁচটি গুলি করেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ