শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হজের বেসরকারি খরচ নূন্যতম ৩ লাখ ১৯ হাজার টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haj7আওয়ার ইসলাম: এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিজনের হজের নূন্যতম খরচ ৩ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ খরচ কোরবানি ছাড়া।

রাজধানীর নয়া পল্টনের এক রেস্তোরায় বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ন্যূনতম হজ প্যাকেজ ঘোষণা করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, হজের সর্বনিম্ন মূল্য জনপ্রতি তিন লাখ ১৯ হাজার ৩৫০ টাকা ধরা হয়েছে। এছাড়া প্রত্যেককে কুরবানির খরচ বাবদ ৫০০ সৌদি রিয়েলের সমপরিমান ১০ হাজার ৭৫০ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার সর্বনিম্ন ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা মৌলিক খরচ নির্ধারণ করে দিয়েছে সরকার। এর সঙ্গে সৌদি আরবে বাড়িভাড়া, খাওয়া-দাওয়া, কোরবানিসহ অন্যান্য খরচ যোগ করে ন্যূনতম এই ব্যয় ধরা হয়েছে।

বেসরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাওয়ার মৌলিক খরচ বেড়েছে এক হাজার ৯৬ টাকা। গত বছর এই খরচ ছিল ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা।

সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ- ১ এর আওতায় হজে যেতে এবার ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা এবং প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ হবে।

চাঁদ দেখাসাপেক্ষে এবার হজ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে পারে।

হজ্জ এজেন্সির অ্যাকাউন্টে সরকার ঘোষিত সময়সীমার মধ্যে সর্বনিম্ন প্যাকেজের টাকা জমা দিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ