শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ভারতে সিরাতুন্নবী সা. পালনে বাধা: স্কুল প্রধানের পদত্যাগে সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tehattaআওয়ার ইসলাম : ভারতের পশ্চিমবঙ্গের এক স্কুলে সিরাতুনন্নবী সা. উদযাপন কেন্দ্র করে প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। তেহট্ট হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল ভৌমিকের পদত্যাগের মাধ্যমে দেড় মাস ধরে চলতে থাকা অচলাবস্থার অবসান হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মাসের মাঝামাঝি। স্কুলে পালন সিরাতুনন্নবী সা. পালনের অনুমতি চাওয়া হয়। কিন্তু উৎপল ভৌতিক তা দিতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হন স্থানীয় মুসলিমগণ। তারা দাবি করে স্কুলে সরস্বতী পুজো হলে ধর্ম নিরপেক্ষতার স্বার্থে ওই স্কুলে সিরাতুন্নবী সা. পালনের অনুমতিও দিতে হবে। এ
ই দাবি ঘিরে গত ডিসেম্বর মাসের ১৩ তারিখ থেকে চলছে অচলাবস্থা।  স্কুলের স্বাভাবিক কাজকর্ম। স্কুল খুলতে এবং এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে স্কুল চত্বরে মোতায়েন করা হয়েছে র‍্যাফ। এমন টালমাটাল পরিস্থিতিতে মুসলিম জনসাধারণ ও সুশিল সমাজের প্রবল চাপের মধ্যে পড়ে ইস্তফা দিলেন স্কুলের প্রধান শিক্ষক উৎপল ভৌমিক।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর
-এআরকে


সম্পর্কিত খবর