শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ইরাকের তেল লুট করবেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_23691" align="alignright" width="500"]journalism_cors3 বিস্তারিত: 01917262431[/caption]

আওয়ার ইসলাম: ইরাকের তেল লুট করতে চান ট্রাম্প। শনিবার এক ভাষনে তিনি বলেন, আমরা ইরাক যুদ্ধ চালিয়েছি। তবে তাদের তেল কেন লুট করে আনিনি? তেলসম্পদ আমাদের কাছে রাখা উচিত ছিল।

ট্রাম্প মনোনীত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেওকে পরিচয় করিয়ে দেয়ার সময় ওই সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

 

ইরাকে মার্কিন আগ্রাসন চালানো সত্তেও তাদের তেলসম্পদ লুট না করায় আক্ষেপ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেন, মাইক, এখন জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অর্থের প্রধান উৎস এই তেল। এ কারণে তেল আমাদের নিয়ে আসা দরকার। যাই হোক। হয়তো এ বিষয়ে আমাদের আরেকবার সুযোগ নিতে হবে।

ট্রাম্পের এ ঘোষণাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে নতুন করে ইরাক যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ