শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


১৯ ভবন ধ্বংস করা হলো মাত্র ১০ সেকেন্ডে [ভিডিও]

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_blstমাত্র ১০ সেকেন্ডে ১৯টি ভবন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে চীন। এরজন্য ছোটখাট একটি মাত্র বিস্ফোরণ ঘটাতে হয়েছে দেশটির।

নতুন স্থাপনা গড়তে পুরনো ওই ভবনগুলো ধ্বংস করে দেশটি।

রোববার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে চীনের হুবাই প্রদেশের হুয়ান এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়।

সিসিটিভির ক্যামেরায় একটি ভিডিওতে দেখা যায়, একসঙ্গে বিস্ফোরিত হওয়ার পরেই ধসে পড়ছে ১৯টি সুউচ্চ ভবন।

বিস্ফোরণ বিভাগের মহাপরিচালক জিয়া ইয়ংসেন বলেন, শহরের কেন্দ্রস্থলে এমন বিস্ফোরণের সময় আমাদের শুধু ভবন ধ্বংসের দিকেই নজর দিলে হয় না।এর আশ পাশে যারা থাকেন, তাদের অসুবিধার দিকেও নজর দিতে হয়।

তিনি আরও জানান, একসঙ্গে ভবনগুলো ধ্বংসের জন্য ৫ টন বিস্ফোরণ সেট করা হয়েছিল। আর সময় দেয়া হয়েছিল মিলি সেকেন্ড। তাতেই সফলতা আসে।

https://www.youtube.com/watch?time_continue=75&v=o9YvbRVeS4I

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ