
আজ রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। চলতি বছরের প্রথম এ অধিবেশন চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সবাইকে স্বাগত ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান।
এরপর স্পিকার বর্তমান সংসদের সদস্য মঞ্জুরুল ইসলাম, সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সাবেক গণপরিষদ সদস্য আবুল হোসেন, আবদুল হাকিম এবং সাবেক সাংসদ জাফরুল হাসান ফরহাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।
সূত্র : বাসস
-এআরকে