শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভারতের ট্রেন লাইনচ্যুত: নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

india_trainআওয়ার ইসলাম: ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশ রাজ্যে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় অন্তত ২৩ জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়েছে। শনিবার রাতে রাজ্যের ভিজিয়ানাগ্রাম জেলার কুনেরু রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভূবনেশ্বর যাচ্ছিল।

ভারতের পূর্বাঞ্চলীয় রেলের একজন মুখপাত্র জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ওই লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।  তিনি জানান, ২৩ জন নিহত হওয়া ছাড়াও বহু লোক আহত হয়েছে। আহতদেরকে নিকটস্থ হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।

ভারতের উত্তর প্রদেশে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মাত্র দু’মাস পর অন্ধ্রপ্রদেশে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটল।  গত নভেম্বরে  উত্তর প্রদেশে দ্রুতগামী একটি ট্রেন লাইন থেকে ছিটকে পড়ে; যার ফলে ১৪৬ জন নিহত এবং দেড়শ’র বেশি লোক আহত হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ