বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


অস্টেলিয়ায় বিলবোর্ডে ফিরলো হিজাবি নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

40

আওয়ার ইসলাম : অস্টেলিয়া দিবস উপলক্ষে স্থাপিত বিলবোর্ডে আবারও স্থান পেলো হিজাবি নারী।

কিছু দিন পূর্বে অস্টেলিয়ার বিলবোর্ড দুই হিজাবি মুসলিম নারীর ছবি প্রত্যাহার করা হয়। কিন্তু সরকার তা পুনর্স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং এজন্য ১ লাখ অস্টেলিয়ান ডলার ক্ষতিপূরণও প্রদান করেছে।

২৬ জানুয়ারি অস্টেলিয়া দিবস উদযাপন উপলক্ষে দেশব্যাপী বিলবোর্ড স্থাপন করা হয়। বিলবোর্ডে অস্টেলিয়ান সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এতে মেলবর্নের এক বিলবোর্ডে স্থান পায় দুই অস্টেলিয়ান মুসলিম হিজাবি নারী।

5824

কিন্তু বর্ণবাদী হুমকিতে বিলবোর্ড থেকে মুসলিম নারী ছবি প্রত্যাহার করা হয়।

এতে মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে অস্টেলিয়া। অবশেষে সরকার হিজাবি মুসলিম নারী ছবি পুনর্স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

সূত্র : বিবিসি

-এআরকে

বর্ণবাদী হুমকিতে অস্ট্রেলিয়ায় ব্যানার থেকে হিজাবি নারীর ছবি প্রত্যাহার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ