শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


তুরস্কের বিমান বিধ্বস্ত; নিহত ৩২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky24আওয়ার ইসলাম: কিরগিজস্তানের রাজধানী বিশকেকের কাছে তুর্কি এয়ারলাইন্সের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩২ জন নিহত হয়েছে। বোয়িং ৭৪৭ বিমানটি কিরগিজস্তানের মানাস বিমানবন্দরের কাছে স্থানীয় সময় আজ (সোমবার) সকাল সাড়ে সাতটার দিকে বিধ্বস্ত হয়।

অবতরণের সময় ঘন কুয়াশার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক খবরে বলা হয়েছে। বিমানটি ঠিকমতো নামতে না পেরে ডাচা-সু গ্রামের কয়েকটি ভবনে আঘাত করে। যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই গ্রামের লোকজন বলে জানা গেছে।

বিমানের আঘাতে দুটি বাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে অজ্ঞাত সংখ্যক ক্রু ছিলেন তবে কোনো যাত্রী ছিল না। বিমানটি হংকংয়ের উদ্দেশে যাচ্ছিল এবং মানাস বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রা বিরতির কথা ছিল।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ