শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভ্যাটিকানে দূতাবাস খুলছে ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pope_abbasআওয়ার ইসলাম:  খ্রিস্টান ধর্মাবলম্বীদের দেশ ভ্যাটিকানে দূতাবাস খুলতে যাচ্ছে ফিলিস্তিন। খবরটি অবাক করেছে বিশ্বকে।

গত শনিবার পোপ ফ্রান্সিস এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে দূতাবাস খোলা প্রসঙ্গে আলোচনা হয়। খবর বিবিসির

ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা ডব্লিউএএফএ প্রেসিডেন্ট আব্বাসের বরাত দিয়ে জানায়, ‘ভ্যাটিকান সিটিতে ফিলিস্তিনের দূতাবাস খুলে পবিত্র ভূমির শান্তি প্রতিষ্ঠায় তিনি যে ভূমিকা পালন করলেন তাতে আমরা কৃতজ্ঞ। আমরা খ্রিস্ট ধর্মের জন্মভূমি নিয়ে গর্বিত এবং বিশ্বে প্রাচীন সম্প্রদায়গুলোর মধ্যে খ্রিস্টধর্ম একটি।’

ভ্যাটিকানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ঈসা কাসেইশেহ ভ্যাটিকান সিটির এই অনুমোদনকে ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ কৃতিত্ব হিসেবে দেখছেন। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এই দূতাবাস স্থাপন বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

২০১২ সাল থেকেই মূলত ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে পোপ ফ্রান্সিস ২০১৫ সালের মে মাসে এই স্বীকৃতি প্রদান করেন। এছাড়াও ২০১৪ সালে পোপ ফ্রান্সিস মাহমুদ আব্বাস এবং শিমন পেরেজকে এক বিশেষ প্রার্থনায় অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানিয়েছিলেন ভ্যাটিকানে।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ