বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


দুদকে দুর্নীতি;কর্মকর্তা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borkhastoআওয়ার ইসলাম: দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম এস এম শামীম ইকবাল। তিনি দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, আজ বৃহস্পতিবার কমিশনের সভায় ওই কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।

দুদক সূত্র জানায়, ২০১৫ সালের জুন মাসে কমিশনের পক্ষ থেকে একটি মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হলেও শামীম ইকবাল তা আদালতে উপস্থাপন না করে নিজের কাছে রেখে দেন। এরই পরিপ্রেক্ষিতে ওই মামলা সম্প্রতি আদালত থেকে খারিজ হয়ে যায়। তথ্য পাওয়ার পর কমিশন তার বিরুদ্ধে তদন্ত শেষে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। শামীম ইকবালের বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ রয়েছে বলে সূত্র জানিয়েছে।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ