রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

সীমান্তে সংঘর্ষ: ২বিজিবিসহ ২গ্রামবাসী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_bgb_bdআওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারীর সীমান্তে বিজিবি, চোরাকারবারি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ  হয়েছে। এতে  দুই বিজিবি জওয়ান ও দুই গ্রামবাসী আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে রৌমারী উপজেলার চরনতুন বন্দর সীমান্তে এ ঘটনা ঘটে।

 আহত বিজিবি দুই সদস্যকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হলেও ভয়ে দুই চোরাকারবারিকে চিকিৎসার জন্য কোথায় নেওয়া হয়েছে পরিবার থেকে জানায়নি। এ ঘটনার পর থেকে গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভয়ে অনেকে গ্রাম ছাড়ছেন। ওই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে বলে গ্রামবাসীরা জানান।

বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, আজ বেলা পৌনে দুইটার দিকে চর নতুন বন্দর গ্রামের মতিয়ার রহমান ও শফিকুল ইসলাম ওরফে সরকার নামের দুই চোরাকারবারি ১০৬৫ পিলারের কাছে ভারতীয় সীমান্তে মাল আনতে গেলে বিজিবি সদস্যরা তাঁদের বাধা দেন। চোরাকারবারিরা বিজিবির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় গ্রামবাসীরা চোরাকারবারিদের পক্ষে সংঘবদ্ধ হয়ে টহলরত বিজিবির ওপর হামলা চালায়। এতে ইজলামারী বিজিবি ক্যাম্পের নায়েক কার্জেন ও সদস্য মিরাজ নামের দুই সদস্য আহত হন।

অপর দিকে চোরাকারবারির আত্মীয়রা জানান, চর নতুন বন্দর মতিয়ার রহমান ও শফিকুল ইসলাম সীমান্তে গরু চরানোর জন্য যান। এ সময় বিজিবি সদস্যরা বাধা দিলে মতিয়ার রহমান ও শফিকুল সরকার প্রতিবাদ করেন। এরপর ক্ষিপ্ত হয়ে বিজিবি দুই গ্রামবাসীকে বেধড়ক মারপিট করেন। শফিকুল ওরফে সরকারের হাতে বেয়নেট চার্জ করে এবং চোখ তুলে দেওয়ার চেষ্টা করে বিজিবি। তাঁদের এ অবস্থা দেখে গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বিজিবির ওপর চড়াও হয়।
রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুর রফিক দুই বিজিবি জোয়ান আহত হওয়ার কথা স্বীকার করে জানান, ওই সময়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান ও শফিকুল ইসলাম কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে মাদক নামাচ্ছিল।

সংবাদ পেয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম নাজেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। ফিরে এসে তিনি জানান, নো-ম্যানসল্যান্ডে গ্রামের দুই ব্যক্তি গরু বাঁধতে গেলে বিজিবি সদস্যরা তাতে বাধা দেন। এতে উভয় পক্ষের চারজন আহত হন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে জামালপুর বিজিবির ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান সংঘর্ষ হয়েছে স্বীকার করে বলেন, চোরাকারবারিরা সীমান্তে বিভিন্ন পরিচয়ে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ডিউটিরত বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁদের ওপর হামলা করা হয়।

 

ডিএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ