মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


নাসিরনগরে হামলার ঘটনায় আ. লীগ নেতা সুরুজ আলী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasirnogor-surujআওয়ার ইসলাম:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরে হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. সুরুজ আলীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাপরতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন রাত সাড়ে ৮টার দিকে সংবাদ মাধ্যমকে  বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাপরতলা এলাকা থেকে সুরুজ আলীকে গ্রেফতার  করেছি। হামলার ঘটনার ভিডিও ফুটেজে সুরুজ আলী জড়িত বলে প্রমাণ রয়েছে। অন্য বিভিন্ন সূত্রেও ওই হামলার ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।’

নাসিরনগরের ঘটনার পর পরই স্থানীয় লোকজন সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩০ অক্টোবর ধর্ম অবমাননার প্রতিবাদে ডাকা সমাবেশে সুরুজ আলী উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এর পরই হামলার ঘটনা ঘটে। এর আগে সুরুজ আলী দলবল নিয়ে সমাবেশে যোগ দেন।

হামলার পর অভিযোগ ওঠায় নাসিরনগরের চাপরতলা ইউনয়িন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে সাময়িক বহিষ্কার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে আবুল হাসেম ও মো. ফারুক নামে আরও দু’জনকে সাময়িক বহিষ্কার করা হয়।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ