শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল বন্যা প্লাবিত; ৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

thailand-bonnaআওয়ার ইসলাম: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রবল বৃষ্টিবর্ষণ ও বন্যা চলছে। বন্যা প্লাবিত হয়ে  অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।  বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটও বিলম্বিত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নয়টি প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, এই প্রাকৃতিক দুর্যোগে ছয় জন প্রাণ হারিয়েছে এবং অন্তত ১ লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

টানা কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিপাতে রাস্তাঘাটগুলো প্লাবিত হয়েছে, কোন কোন স্থানের রেললাইন বন্যার পানির তোড়ে উপড়ে ভেসে গেছে এবং ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সামুই দ্বীপেও ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

সামুই দ্বীপের একটি অতিথিশালার মালিক টুল্লা ফিটপ্যাট্রিক বলেন, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আজ শুক্রবার রেল কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের মূল ভূখণ্ডের রেল চলাচলও বিঘ্নিত হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর মধ্য দিয়ে ট্রেন চলাচল করতে পারছে না। জান্তা প্রধান প্রাইয়ুত চ্যান-ও-চা শুক্রবার দক্ষিণপ্রান্তের প্রদেশে রানাথিওয়াত পরিদর্শন করবেন। সেখানে তিনি বন্যা দুর্গত ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।

ডিএস


সম্পর্কিত খবর