সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মকর্তার যাবজ্জীবন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jelআওয়ার ইসলাম:  কেন্দ্রীয় ডাক বিভাগের ঢাকা নগরী উত্তর ডাক বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মনসরুছ সামাদ চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।জানা যায়, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা দুর্নীতির মামলায় আদালত এ রায় দিয়েছেন।

বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পলাতক ওই আসামির বিরুদ্ধে দণ্ডের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

খালাস প্রাপ্তরা হলেন, সাবেক বিল পেইড অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, একেএম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন।

মামলার পর দণ্ডিত আসামি গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে পলাতক হন। খালাসপ্রাপ্ত আসামিরা ২০১২ সালের ৩১ জানুয়ারি আদালত আত্মসমর্পণ করে কারাগারে যান এবং পরে জামিন পান।

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ  ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিওর ঢাকা মহানগরের উত্তরের বাাজট শাখার সাবেক অপারেটর মো. মনসুরুছ সামাদ চৌধুরীর বিররুদ্ধে ২০০৪ সালের ১৮ আগষ্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী।

ডিএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ