শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


স্কুল থেকে টাকা না-পেয়ে শিক্ষক পেটালেন ইউপি মেম্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

marআওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকায় টাকার ভাগ না দেওয়ায় ক্লাস রুমের ভেতর ঢুকিয়ে শিক্ষককে পেটালেন হারুন অর রশিদ হাই নামে স্থানীয় এক ইউপি সদস্য। এর প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীর ক্লাস বর্জন করে ইউপি সদস্যের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল মঙ্গলবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের সানরাইজ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, ওই স্কুলে বই দেওয়ার সময় প্রত্যেক ছাত্র ছাত্রীদের কাছ থেকে সেশন ফি বাবদ ৫০ টাকা ও ভর্তি বাবদ ২০০ টাকা করে আদায় করেন স্কুলের শিক্ষকরা। ওই টাকার ভাগ নিতে যান ৮নং ডাকাতিয়া ইউনিয়নের ৮নং পাঁচগাঁও ওয়ার্ডের মেম্বার ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হারুন অর রশিদ হাই।

তিনি স্কুলে গিয়ে স্কুলের সহকারী শিক্ষক এবং হিসাব রক্ষক হাফিজউদ্দিন এর সাথে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ওই ইউপি সদস্য হাফিজ মাস্টারকে ক্লাস রুমে নিয়ে চড়-থাপ্পর এবং মারধর করেন। তাৎক্ষনিকভাবে স্থানীয় বাসিন্দা এবং স্কুল শিক্ষার্থীদের তোপের মুখে মেম্বার সটকে পরে। পরে আহত হাফিজউদ্দিন মাস্টারকে চিকিৎসার জন্য ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ