সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

সংসদ বসছে ২২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

parlamentআওয়ার ইসলাম: নতুন বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২২ জানুয়ারি। চলতি দশম সংসদের এটি হবে চতুর্দশ অধিবেশন।

নিয়ম অনুযায়ী নতুন বছরের অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হবে এবং তা নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করবেন।

সংসদ সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে মঙ্গলবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জানুয়ারি বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন ডেকেছেন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী সংসদের সদস্য থাকাবস্থায় কেউ মারা গেলে তার সম্মানে পরের অধিবেশনের প্রথম দিন অধিবেশন শুরু হওয়ার পরপরই মুলতবি করা হয়। গত ৩১ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তবে বছরের শুরুর অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তাই এমপি লিটনের স্মরণে শোক প্রস্তাব উত্থাপনের পর কিছু সময়ের জন্য বিরতিতে যাবে অধিবেশন। এরপর রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

এদিকে অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম নির্ধারণে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদসহ কমিটির অন্য সদস্যরা অংশ নেবেন। এ অধিবেশন অনেক দীর্ঘ হতে পারে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশের অপেক্ষায় রয়েছে।

এর আগে সাংবিধানিক বাধ্যবাধকতায় বিদায়ী বছরে চারদিনের এক সংক্ষিপ্ত অধিবেশন শেষ হয় ৮ ডিসেম্বর। ২০১৪ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২৯ জানুয়ারি। সেই হিসেবে আগামী ২৯ জানুয়ারি দশম সংসদ তিন বছর পূর্ণ করতে যাচ্ছে। সংসদের বর্ষপূর্তি উপলক্ষে ওই দিন সংসদের বৈঠকে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ডিএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ