বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস

দুর্নীতির অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

netaniahuআওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর তদন্তে নামে পুলিশ।

ইসরায়েলি বিচার মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগ ওঠার পর নেতানিয়াহু এক বিবৃতিতে নিজেকে নির্দোষ দাবি করেন। জেরুজালেম পোস্ট পত্রিকা জানিয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ তিনি দেশি ও বিদেশি ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিকভাবে কয়েক হাজার ডলার মূল্যের ‘উপহার’ নিয়েছেন।

নেতানিয়াহু সোমবার বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গণমাধ্যম ও বিরোধী দলগুলোর কার্যালয়ে উৎসবের মেজাজ লক্ষ করেছি। আমি তাদের বলছি, এখনই উদ্যাপন নয়। অপেক্ষা করুন। তাড়াহুড়া করবেন না। ’

গত কয়েক মাসে প্রকাশ পাওয়া বেশ কয়েকটি কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী জড়িত থাকতে পারেন বলে অভিযোগ ওঠানো বিরোধীরা এ বিষয়ে তদন্তের দাবি তোলে। তবে কোনো ঘটনাতেই এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। নতুন সাবমেরিন কেনার আলোচনায় নেতানিয়াহুর আইনজীবী জার্মানির বিক্রেতা কম্পানির প্রতিনিধিত্ব করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত মাসে তদন্ত শুরু হয়। এ ছাড়া সরকারি অর্থের অপচয়, সরকারি উপহার রাষ্ট্রের মহাফেজখানায় জমা না দিয়ে নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।সূত্র : এএফপি।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ