সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

গুলশানে ডিসিসি মার্কেটে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

agunআওয়ার ইসলাম: রাজধানীর  গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের কাঁচাবাজারের অংশটির একাংশ ধসে পড়েছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার পলাশ মোদক জানান, সোমবার রাত আড়াইটায় আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।পুলিশের গুলশান বিভাগের  উপ কমিশনার মুসতাক আহমেদ ঘটনাস্থল থেকে রাত পৌনে ৪টায় সংবাদ মাধ্যমকে জানান, ,"ভয়াবহ আগুন লেগেছে। কীভাবে লেগেছে তা বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস কাজ করছে।"

টেলিভিশন ফুটেজে দুই তলা মার্কেটের পূর্বদিকের বেশ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখা গেছে।

মার্কেটের ওই পাশের একাংশ ধসে পড়েছে বলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন।

%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8মার্কেটের দোকান মালিক সমিতির এক নেতাকে ফায়ার সার্ভিসের কাজে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এর পর ভোর পৌনে ৫টার দিকে মার্কেটের একদল ব্যবসায়ী ফায়ার সার্ভিসের কর্মীদের উপর চড়াও হলে তারা সরে যান। তখনো মার্কেটে আগুন জ্বলছিল।

এর প্রায় ১৫ মিনিট পর পানি নিয়ে নতুন করে আগুন নেভাতে শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মার্কেটের সামনে আহাজারিরত এক দোকান মালিক বলেন রাত ২টার সময় মার্কেটে আগুন লাগে বলে এক নিরাপত্তা রক্ষী তাকে জানান। ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন।

ডিএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ