শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


হজ সমস্যা সমাধানে ইরানকে আমন্ত্রণ জানাল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi-iran-mapদিদার শফিক: ২০১৭ সালের হজে ইরানি যাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক আলোচনাসভায় ইরানকে সৌদি সরকার আমন্ত্রণ জানিয়েছে।

২০১৫ সালে হজ চলাকালীন মিনা দুর্ঘনটার পর রিয়াদ ও তেহরানের মাঝে বাদানুবাদ শুরু হয়। এর জেরে ১৬ সালে ইরানি হাজিরা সরাসরি সেই দেশ থেকে হজ করতে পারেনি। মিনা দুর্ঘটনায় ইরানের ৪৬৪জন হাজির মৃত্যু হয়েছিল।

জানা যায়, সৌদির হজমন্ত্রী আশিটি দেশের সঙ্গে হজের প্রস্তুতি সংক্রান্ত আলোচনাসভার ব্যবস্থাপনা শুরু করেছেন। আলোচনাসভায় ৮০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবে। এ দেশের তালিকায় ইরানও আছে।

এই সংবাদের ভিত্তিতে ইরানি প্রতিনিধিকে সৌদি আরবে সফর করার আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ