সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

প্রিন্সিপাল হাবীবুর রহমান আমীর ও মাওলানা মাহফুজুল হক মহাসচিব পুনঃ নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bkm3আওয়ার ইসলাম: আজ দুপুরে বিকেল ৫ টায় পুরানা পল্টনস্থ ফটো জার্ণালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসের শুরার ২০১৫-১৬ সেশনের শেষ অধিবেশন আমীরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অধিবেশনে ২০১৭-১৮ সেশনের জন্য প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানকে আমীর, শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলীকে অভিভাবক পরিষদের চেয়ারম্যান, মাওলানা ইসমাঈল নুরপুরী, হাফেজ মাহমুদুল হক, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা যোবায়ের আহমদ আনসারী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা আলী উসমানকে নায়েবে আমীর, মাওলানা মাহফুজুল হককে মহাসচিব,মাওলানা মামুনুল হক,মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীনকে যুগ্নমহাসচিব, মাওলানা কোরবান আলী, মাওলানা বদিউজ্জামান, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জি এম মেহেরুল্লাহ, মাওলানা আবু সাঈদ নোমানকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাহবুবুল হককে বায়তুলমাল সম্পাদক, মাওলানা আজিজুর রহমান হেলালকে সহ-বায়তুলমাল সম্পাদক, মাওলানা এনামুল হক নূরকে প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মহসিনুল হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা রেজাউল হককে সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম সিরাজীকে সহ-সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমানকে আর্ন্তজাতিক সম্পাদক,প্রিন্সিপাল মাওলানা আব্দুস সামাদ, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ সাহাবুদ্দিন,মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মাওলানা ফরিদ আহমদ, মুফতী হাবীবুর রহমান, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান কাসেমী, মাওলানা জসিম উদ্দীন, এডভোকেট শেখ শুয়ায়েব আহমদ, ঢাকা মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ