বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘এসইএল’ লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sel

আওয়ার ইসলাম: দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি. (এস ই এল) একুশে বইমেলা বুলেটিন- ২০১৬ লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩টায় রাজধানীর পান্থপথের এসইএল সেন্টারে এই লেখক সম্মাননা অনুষ্ঠিত হয়।

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও ভাষাসৈনিক সাবির আহমেদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জীবনের লক্ষ্য কবি-সাহিত্যিক হওয়া নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ারও নয়। সত্যিকারের মানুষ হতে হবে। সত্যিকারের মানুষ হলেই আপনি বিজয়ী হবেন।’

দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল আউয়ালের বলেন, ‘কবি-লেখকরা ইতিহাসের সাক্ষী। তারা মানুষের জন্য কাজ করেন। চিত্ত ও বিত্তের সমন্বয়েই প্রকৃত মানুষ। বিত্তের পেছনে ছোটা মানুষের সংখ্যা অনেক। তবে একমাত্র কবি-লেখকরাই চিত্ত এবং বিত্তের সমন্বয় ঘটাতে পারেন।’

[caption id="attachment_22808" align="alignnone" width="822"]01 সম্মাননা নিচ্ছেন আওয়ার ইসলামের নির্বাহী সম্পাদক কবি রোকন রাইয়ান[/caption]

অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থনীতিবীদ ও কলামিস্ট ড. মোঃ মিজানুর রহমান, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের  নির্বাহী পরিচালক ও গবেষক এম আর মাহবুব, কবি, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হক, লেখক আবৃত্তিকার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক কামরুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে ৭ তরুণ লেখকে সম্মাননা দেয়া হয়। এরা হলেন, কবি মুহিববুল্লাহ জামী, গল্পকার আবিদ করিম মুন্না, গল্পকার লেখক আমানুল্লাহ নোমান, কবি ও সাংবাদিক জিয়া হক, কবি ও সাংবাদিক রোকন রাইয়ান, কবি আলাউদ্দিন আদর ও আমির সোহেল।

সভায় কুইজ বিজয়ী শতাধিককে বই উপহার দেয়া হয় এবং লেখকদের ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়।

ডিএস

02


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ