শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ ।। ২৪ কার্তিক ১৪৩১ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প দ্বীনের হেফাজতে মাদরাসাগুলোকে ঠিকিয়ে রাখতে হবে : ধর্ম উপদেষ্টা ইসলামি বইমেলায় প্রকাশনিগুলোর নতুন বই চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের মাহফিল আগামীকাল ‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে হবে’ কোনো দলের লেজুরভিত্তি করে ক্ষমতায় যেতে চায় না: চরমোনাই পীর আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন মিডিয়ায় অসত্য প্রচার নিন্দনীয় জঘন্য কাজ: বায়তুল মোকাররমের খতিব গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তে দেয়াল তৈরির প্রস্তাব মিয়ানমারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

myanmar_bangladesh_border_mapআওয়ার ইসলাম: বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তে ইটের দেয়াল তৈরির একটি প্রস্তাব আরাকান রাজ্যের আইনসভায় লিপিবদ্ধ হয়েছে।

মিয়ানমারের একটি রাজনৈতিক দল ইউএসডিপি'র (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) পক্ষ থেকে এই প্রস্তাব তুলে ধরা হয় গত সপ্তাহে।

এরপর চলতি সপ্তাহের সোমবার তর্ক-বিতর্ক শেষে তা আনুষ্ঠানিকভাবে নথিভূক্ত করা হয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

দি ইরাবতী নিউজ জানায়,ইউএসডিপি দলের একজন সংসদ সদস্য ইউ জো জো মিং এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে বার্মাকে আলাদা করার জন্য সীমান্তে ৩০ থেকে ৪০ ফুট উঁচু ইটের দেয়াল তোলার সুপারিশ করেন।

দুদেশের মধ্যকার প্রস্তাবিত এই দেয়ালের ঘনত্ব ৫ থেকে ১০ ফুট করার কথাও বলেন তিনি।

তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে দেয়াল তৈরির প্রস্তাব রাজ্যের পার্লামেন্ট পর্যন্ত গেলেও, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে এ ধরনের কোন খবর নেই। বিজিবির দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তেমনই জানা যায়।

এক দেশে থেকে আরেক দেশে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তার কারণে পশ্চিমা অনেক দেশগুলোত এ ধরনের দেয়াল তৈরির চিন্তা-ভাবনা চলছে বলে উল্লেখ করেন মিয়ানমারের ওই রাজনৈতিক নেতা।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে মেক্সিকোর সাথে ২০০০ মাইল এলাকা জুড়ে সীমান্তে দেয়াল তৈরির যে ঘোষণা দেন যেটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।

এবার মিয়ানমারের ভেতরে এই ধরনের আলোচনা শুরু হল।

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ