সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

ইসরাইলি পার্লামেন্টের আরব সদস্যকে গৃহবন্দির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel_arab_mpআওয়ার ইসলাম: ইরাইলি পার্লামেন্টের এক আরব সদস্যকে ১০ দিন গৃহবন্দি রাখার আদেশ দিয়েছে তেল-আবিবের একটি আদালত।

কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সিম কার্ড ও মোবাইল সেট সরবরাহ করার অভিযোগে গত মঙ্গলবার ইসরাইলের আদালত বাসেল ঘাটাস নামে ওই আরব সদস্যের বিরুদ্ধে এ আদেশ দেয়। খবর আল-জাজিরার।

মিকি রোসেনফেল্ড নামের ইসরাইলী পুলিশের এক মুখপাত্র জানান, তার ব্যাপারে এখনো তদন্ত চলছে। চূড়ান্ত রায় দেয়ার আগ পর্যন্ত বাসেল ঘাটাসের দেশ ত্যাগের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী ছয় মাস তিনি কোনো বন্দির সঙ্গে দেখা করতে পারবেন না। একই ঘটনায় বুধবার আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশ তার নাম প্রকাশ করেনি।

গত ২২ ডিসেম্বর নিজ বাসা থেকে আটক করার পর ওই আরব এমপিকে টানা ৬দিন ধরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় নাশকতামূলক কর্মকাণ্ডে তিনি জড়িত কিনা তার প্রমাণ খুঁজে বের করতে অফিস ও বাড়ি তছনছ করা হয়।

তবে ফিলিস্তিন বন্দিদের সিম কার্ড ও মোবাইল সেট দেয়ার কথা তিনি অস্বীকার করেন নি। একই সঙ্গে এ ঘটনার জন্য তিনি কোনো অনুশোচনাও করেন নি। তার মতে, মানবতার খাতিরে তিনি যা করেছেন ভালই করেছেন। বন্দিদের মানবাধিকারের প্রতি সম্মান রেখেই তিনি এ কাজ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ