শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মিয়ানমারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের আহ্বান খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%ae%e0%a6%aeআওয়ার ইসলাম: বিশ্ব মুসলিম সম্প্রদায়কে মিয়ানমারের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান এবং তাদের সব পণ্য বর্জন ও সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

মিয়ানমারের মুসলমানদের সাহায্যার্থে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে গতকাল শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদানকালে ছাত্র নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি উবায়দুর রহমান, উত্তর সভাপতি শাহিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিনেণের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, হবিগঞ্জ জেলা সেক্রেটারি কাজী ফাবাশ্বির আহমদ, সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক জাহাঙ্গীর বিন হারুন, হবিগঞ্জ জেলা বায়তুলমাল সম্পাদক নুর উদ্দীন নোমান, দক্ষিণ সুরমা থানার সেক্রেটারি মুয়াল্লিমুল ইসলাম প্রমুখ।

মাওলানা মাহফুজুল হক বলেন, সাম্রাজ্যবাদীরা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানদের হত্যা-ধর্ষণসহ নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব মুসলমানকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ