শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভারতে মুসলিম কর্মীদের জুমার বিরতি ৯০ মিনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A Muslim man holds his son after his iftar (breaking of fast) meal during the holy month of Ramadan at the Jama Masjid (Grand Mosque) in the old quarters of Delhi, India, June 14, 2016. REUTERS/Adnan Abidi

আওয়ার ইসলাম: ভারতের উত্তরখণ্ডের মুসলিম সরকারি কর্মীরা এখন থেকে জুমার নামাজের জন্য ৯০ মিনিট সময় পাবেন। এমনই আইন করতে যাচ্ছে রাজ্য সরকার। সোমবার এ তথ্য জানিয়েছে ভারতের পত্রিকাগুলো।

দীর্ঘ দিন যাবত রাজ্যের মুসলিম কর্মীরা জুমার নামাজ আদায়ের জন্য বিরতির আবেদন করছিলেন। সেই দাবির প্রেক্ষিতেই শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ক্যাবিনেট বৈঠকের পর মুসলিম সরকারি কর্মীদের বিশেষ বিরতি দেয়া হবে সিদ্ধান্ত নেন।

মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ঘোষণা করেন, প্রতি শুক্রবার ১২.৩০ থেকে ২.০০ পর্যন্ত বিশেষ বিরতি দেয়া হবে মুসলিম সরকারি কর্মীদের। যাতে তারা ভালোভাবে ইবাদত সেরে নিতে পারেন।

এমন আইনের খবর পেয়ে মুসলিম কর্মীদের মধ্যে আনন্দ বিজার করতে দেখা গেছে।

এদিকে, রাজ্যে কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তকে বিরোধীরা কটাক্ষ করেছেন। তাদের মতে, আগামী বছর নির্বাচন বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ