শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


বারিধারায় আসছেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad_madani2মোস্তফা ওয়াদুদ: আওলাদে রাসূল সাইয়েদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সাহেবজাদা, রাসূল সা. এর ৩৭ তম বংশধর, দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী আজ রাতে বারিধারায় আসবেন।

বারিধারার আলিশান মেহমানখানায় রাত্রীযাপন করবেন তিনি। আগামীকাল সকালে মাদরাসায় নাস্তা করারও কথা রয়েছে। বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বারিধারার সিনিয়র মুহাদ্দিস মুফতি মুনীর হোসাইন কাসেমী জানিয়েছেন, হযরত যদি চান তাহলে আগামীকাল বাদ ফজর ছাত্রদের উদ্দেশে নসীহত পেশ করতে পারেন। আবার এমনও হতে পারে, দারুল হাদীসের ছাত্রদের বুখারীর শরীফের দরস প্রদান করবেন।

তবে বারিধারা আসার পরে হযরতের সার্বিক কার্যক্রম কী হবে এসবের কিছুই এখনো সুনিশ্চতভাবে বলা যাচ্ছে না। তাই অনুষ্ঠান সূচিতে পরিবর্তনও আসতে পারে।

এআর

 


সম্পর্কিত খবর